jobportal-du

সিনিয়র সিস্টেম এনালিস্ট, ICT (Information and Communication Technology) Cell (1 post)

Category: Officer Published: 2024-05-09
Closed
Job Summary
Download Circular Attachment
Job Details

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেল-এর সিনিয়র সিস্টেম এনালিস্ট শূন্য পদ পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি/আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বিদেশি/বহুজাতিক বা স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য অন্তত: ১৪ বছরের এবং স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের শিক্ষা জীবনে কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

প্রর্থীর ওয়েব/মোবাইল ভিত্তিক এ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরীর Requirement Collection, System Analysis and Design, Coding, Testing, Deployment Post- deployment Support সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতাসহ Software Development Team এর কর্ম পরিকল্পণা ও পরিচালনা, Software Architectute Design, Database Programming, On-demand Reporting এন্টারপ্রাইজ লেভেল এর সিস্টেমের এনালাইসিসের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইটি সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
 

আবেদনের প্রক্রিয়া 

রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ২৯-০৫-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।