ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেল-এর সিস্টেম এনালিস্ট শূন্য পদ পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি/আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বিদেশি/বহুজাতিক বা স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য অন্তত: ১০ বছরের এবং স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের শিক্ষা জীবনে কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
প্রর্থীর Object Oriented Programming, PHP Laravel/Django/.NET MVC Framework, Design Pattern, Oracle, JQUERY, React, AngularJS সহ সমসাময়িক টেকনোলজি ব্যবহার করে ওয়েবভিত্তিক এ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরী, ভার্সন কন্ট্রোলার (GIT and SVN), REST API ডেভেলপমেন্ট ও ডেপ্লয়মেন্টের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। Linux সিস্টেমে ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট, বিভিন্ন সফটওয়্যার টেস্টিং টুলের ব্যবহার, PCI DSS স্ট্যান্টার্ড অনুসরণ করে কোডিং করার অভিজ্ঞতা, পেমেন্ট গেটওয়ে তৈরি ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ২৯-০৫-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।