jobportal-du

সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, ICT (Information and Communication Technology) Cell (01 post)

Category: Officer Published: 2024-05-20
Closed
Job Summary
Download Circular Attachment
Job Details

বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেল-এর সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার শূন্য পদ পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই এস.এস.সি/এইচ.এস.সি/সমমানের ন্যূনতম ২য় বিভাগ/ জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। CCTV Camera Solution Desing, Implementation (including VMS server, VSM server, Control Center, Decoder, Video wall, Recording server, Storage server, etc.), Networking (Routing, Switching, etc.) সংক্রান্ত কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। CCNA, junos অথবা সমমানের ভেন্ডার সার্টিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে। সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্বশাসিত/বেসরকারি/ বহুজাতিক CCTV প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে উপরে উল্লিখিত কাজে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবেপ্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর হইতে হইবে।

আবেদনের প্রক্রিয়া 

রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ০৯-০৬-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।