jobportal-du

সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ICT (Information and Communication Technology) Cell (02 post)

Category: Officer Published: 2024-05-20
Closed
Job Summary
Download Circular Attachment
Job Details

বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেল-এর সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার শূন্য পদ পূরণের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক) প্রার্থীকে অবশ্যই এস.এস.সি/এইচ.এস.সি/সমমানের ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তিবিষয়ে ৪ বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। RADIUS Server, DNS Server Mail Server Administration, IP PBX Server, Virtual Server সহ অন্যান্য Linux Server কনফিগারেশন ও রক্ষনাবেক্ষণ এর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। RHCE ভেন্ডর সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হইবেসরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/ বেসরকারি/বহুজাতিক প্রতিষ্ঠানে উপরোল্লিখিত কাজে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর হইতে হইবে

খ) প্রার্থীকে অবশ্যই এস.এস.সি/এইচ.এস.সি/সমমানের ন্যূনতম ২য় বিভাগ জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিবিষয়ে 8 বৎসরের স্নাতক ডিগ্রিধারী হইতে হইবে। Cisco/Juniper/Huawei Router, Firewall, Wireless Controller and Switch কনফিগারেশন ও রক্ষনাবেক্ষণ এর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। Network Protocol (BGP, OSPF, STP, SSH, etc.) ব্যবহার করে কাজ করার দক্ষতা এবং CCNA (R&S) / CCNA Security/CCNP অথবা সমমানের ভেন্ডর সার্টিফিকেট থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে। সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্বশাসিত/বেসরকারি/ বহুজাতিক প্রতিষ্ঠানে উপরোল্লিখিত কাজের ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর হইতে হইবে

আবেদনের প্রক্রিয়া 

রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ০৯-০৬-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।